উদ্যোগ

এআই’র সঙ্গে মানবসম্পদের সমন্বয় চান এইচআর প্রফেশনালরা

ক.বি.ডেস্ক: ২০ মে ‘ইন্টারন্যাশনাল এইচআর ডে ২০২৫’ উপলক্ষে “হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার” শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করে এইচআর ক্লাব বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) এবং মানব সম্পদের সঠিক সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন বক্তারা। সেমিনারে শতাধিক প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধানসহ অন্যান্য মানব সম্পদ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গত মঙ্গলবার (২০ মে) রাজধানীর বেগম রোকেয়া স্বরনীতে অবস্থিত স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আকিজ বশির গ্রুপের এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, পার্টেক্স গ্রুপের সাবেক সিইও কে এম আলি, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের গ্রুপ চিফ অপারেটিং অফিসার জিয়াউদ্দিন মাহমুদ, ব্রাক ব্যাংকের ডিএমডি নাজমুন রহিম, হুয়াওয়ে সাউথ এশিয়ার সিনিয়র ম্যানেজার (এইচআর) ফারা নেওয়াজ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইচআর ক্লাবের প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্মার্ট টেকনোলজিসের হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর-এ-সানি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *