আনুষাঙ্গিক মোবাইল

কিস্তিতে গ্রামীণফোন থেকে স্মার্টফোন ক্রয় করুন

ক.বি.ডেস্ক: স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে পামপে’র সহযোগিতায় স্মার্টফোন কেনার ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন। ক্রেডিট কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার এ সুবিধা বাংলাদেশে ডিজিটাল বৈষম্য কমিয়ে সার্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহক-কেন্দ্রিক ভাবনা থেকেই এই উদ্যোগটি হাতে নেয়া হয়েছে যা সহজ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা দেশের সকল গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং নির্দিষ্ট পার্টনার আউটলেট থেকে টেকনো ও আইটেল স্মার্টফোনের মডেলগুলো পছন্দানুযায়ী কিনতে পারবেন। স্কিমের আওতায় থাকছে অত্যন্ত সহজ ঋণ সুবিধা যেখানে ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১৫ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই স্মার্টফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে এমএফএস/ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং কিস্তি পরিশোধের সুরক্ষায় ক্রয়কৃত স্মার্টফোনগুলোতে স্মার্ট লকিং সিস্টেম যুক্ত করা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নিয়মিত রিমাইন্ডার দেয়া হবে এবং কিস্তি বাকি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যা নিশ্চিত করবে নিরাপদ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা।

বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারে সমতা এবং সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আরও বেশি মানুষ ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে যা দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিস্তারিত: Card less EMI for Smartphone Purchase | Grameenphone

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *