প্রযুক্রির পণ্য ল্যাপটপ

এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ নিয়ে এলো লেনোভো

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নতুন এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ নিয়ে এলো লেনোভো। এলওকিউ সিরিজের ৮৩ডিভি০০ভিবিএলকে মডেলের গেমিং ল্যাপটপটি আধুনিক প্রযুক্তি ও এআই অপটিমাইজেশন সমৃদ্ধ এই ল্যাপটপ গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ। লেনোভোর অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই ল্যাপটপটি দেশের বাজারে বাজারজাত করছে।

লেনোভো এলওকিউ গেমিং ল্যাপটপ
ল্যাপটপটিতে রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০এইচএক্স প্রসেসর, ২৪ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি জেন ৪ এসএসডি। যা ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দ্রুত কাজ করার অভিজ্ঞতা। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১০০% এসআরজিবি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিটস), এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০(৬ জিবি) গ্রাফিক্স কার্ড এবং জি-সিঙ্ক প্রযুক্তি নিশ্চিত করে চমৎকার ভিজ্যুয়াল ও স্মুথ গ্রাফিক্স পারফরম্যান্স। ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত।

রয়েছে লেনোভোর নিজস্ব এআই চিপ এলএ১, নাহিমিক অডিও, ৭২০পি ক্যামেরা (ই-শাটারসহ), ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন। উচ্চগতির ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্ট। অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ ১১ হোম নিয়ে মাত্র ২.৩৮ কেজি ওজনের ল্যাপটপটি লুনা গ্রে রঙে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *