‘এআই হ্যাকাথন-২০২৫’-এ বিজয়ী যারা

ক.বি.ডেস্ক: বাংলাদেশে নগর এবং খাতভিত্তিক সমস্যাগুলোর সমাধানে এআই-চালিত প্রযুক্তি তৈরি করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবং ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘এআই হ্যাকাথন-২০২৫’। সিটি ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং, এডুকেশন, এগ্রিকালচার, ফিনটেক এবং হেলথকেয়ার এই ৬টি খাতে ৬টি উদ্ভাবনী এআই সমাধানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিটি বিজয়ী দলকে ১ লাখ টাকার সম্মাননা প্রদান করা হয়।
‘এআই হ্যাকাথন-২০২৫’-এ সিটি ম্যানেজমেন্ট খাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম গ্লাইডার্স’; ম্যানুফ্যাকচারিং খাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘মেশিন মাইন্ডসেট’; এডুকেশন খাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বুরাক’; এগ্রিকালচার খাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘কোড ফার্মারস’; ফিনটেক খাতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ‘রানটাইম টেররস’ এবং হেলথকেয়ার খাতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘কিউআরএআরজি’ বিজয়ী হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘এআই হ্যাকাথন-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ মুজিবুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
মো. এমদাদ উল বারী বলেন, “এই প্ল্যাটফর্মে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে কেবল জ্ঞান বিনিময় করেননি, তারা আমাদের সামনে খুলে দিয়েছেন এক নতুন সম্ভাবনার দ্বার। এই আলোচনা আমাদের বুঝতে শিখিয়েছে, এআই একদিকে যেমন বিশাল সুযোগ এনে দিচ্ছে, অন্যদিকে তেমন কিছু গভীর চ্যালেঞ্জও সামনে আনছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে, এই প্রযুক্তির ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর। এআই এখন আর শুধু ভবিষ্যতের বিষয় নয়, এটি এখন আমাদের জীবনের অংশ। এখনই আমাদের সিদ্ধান্ত নেয়ার সময়, আমরা কি এআই-কে ব্যবহার করব সবার জন্য, নাকি এটাকে হতে দেব বৈষম্যের মাধ্যম? আমাদের কাজই ঠিক করে দেবে, প্রযুক্তির এই অপার সম্ভাবনার সুষ্ঠ ব্যবহারে কিভাবে জনজীবনে কল্যান বয়ে আনতে পারে।”
এআই হ্যাকাথন ২০২৫- এর পৃষ্ঠপোষক আকিজ রিসোর্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। স্ট্র্যাটেজিক পার্টনার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রিভ চ্যাট, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানী বাংলাদেশ পিলসি; ক্যারিয়ার পার্টনার টার্কিস এয়ারলাইনস; রিফ্রেশমেন্ট পার্টনার প্রাণ এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর। সামিট ও হ্যাকাথন দুইটি বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের ফ্ল্যাগশিপ উদ্যোগ।