ডিআইইউ’তে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপন

ক.বি.ডেস্ক: বিশ্বকে রূপদানকারী প্রকৌশলীদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অক্লান্ত প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপন করে। দিনব্যাপী এই আয়োজনে ছিলো র্যালি, পোস্টার উপস্থাপনা, প্রকল্প প্রদর্শনী, বিশিষ্ট প্রকৌশলী ও শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তৃতা, কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
গতকাল বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. এম. রোকনুজ্জামান, ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান এবং প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. মিয়া এম হুসেইনুজ্জামান। সভাপতিত্ব করেন ডিআইইউ’র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম।