উদ্যোগ

‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫’-এর রেজিস্ট্রেশন চলছে

ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপসের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫’। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা bdappsinnovationsummit.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বিশেষজ্ঞ বিচারক প্যানেল শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে।

‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫’-এর প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ ৫ লক্ষ টাকা। এ ছাড়াও সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সলিউশন উপস্থাপন করতে পারবেন।

সম্প্রতি রাজধানীতে রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫’-এর ওয়েবসাইট উদ্বোধন করেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক।

বিডিঅ্যাপস ইনোভেশন সামিট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের ডিজিটাল আইডিয়া উপস্থাপন করতে পারবেন। এই প্ল্যাটফর্ম তরুণদের আইডিয়া বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামিটের মূল লক্ষ্য হলো- ইনোভেটিভ ডিজিটাল সলিউশন ডেভেলপমেন্টকে আরও গতিশীল করা এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেমের সমৃদ্ধিতে সহযোগিতা করা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *