উদ্যোগ

স্মার্ট কুলিং প্রকল্প নিয়ে স্যামসাং, সাইনটেক ও প্রিন্সিপাল গ্রুপের চুক্তি

ক.বি.ডেস্ক: নারায়ণগঞ্জে বাণিজ্যিক প্রকল্প প্রিন্সিপাল ১০০ শপিংমলে স্মার্ট কুলিং পদ্ধতি স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, সাইনটেক টেকনোলজি ও প্রিন্সিপাল গ্রুপ। এই প্রকল্পের অংশ হিসেবে শপিংমলটিতে স্যামসাংয়ের অত্যাধুনিক ডাক্ট-টাইপ ইনডোর ইউনিট সহ ভিআরএফ ডিভিএম এস২ সিস্টেম স্থাপন করা হবে। যা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি, সর্বোচ্চ কর্মক্ষম কুলিং সমাধান প্রদান করবে। এটি ক্রেতাদের জন্য আরামদায়ক ও কার্যকর কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গতকাল সোমবার (৫ মে) রাজধানীর একটি স্থানীয় হোটেলে এক অনুষ্ঠানে এই তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং, হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, ডেপুটি জেনারেল ম্যানেজার (এসএসি বিজনেস ইনচার্জ) শাহীন হোসেন খান। সাইনটেক টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল-আমিন। প্রিন্সিপাল গ্রুপের চেয়ারম্যান ড. এ কে এম ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাদ্দিস কাজী মো. শরিফ উল্লাহ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *