সাম্প্রতিক সংবাদ

‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ বিষয়ে প্রশিক্ষণ নিলেন জেলা তথ্য কর্মকর্তারা

ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগের উদ্যোগে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী (৪-৫ মে) অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এ প্রশিক্ষণে ৬৪ জেলা তথ্য অফিস, ৪টি উপজেলা তথ্য অফিস এবং ৭টি আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন জনপ্রশাসনের সিনিয়র সচিব।

গতকাল সোমবার (৫ মে) বাংলাদেশ কমপিউটার কাউন্সিল মিলনায়তনে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।

ড. মো. মোখলেস উর রহমান বলেন, “বর্তমান সময়ে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন বেড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জেলা তথ্য কর্মকর্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সাহসী হতে হবে। নেতিবাচক বিষয় দ্রুত ছড়ায়। এটা মানব জীবনকেও বেশি প্রভাবিত করে। এ থেকে বেরিয়ে আসা দরকার। এ জন্য তথ্য কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক খবর ছড়িয়ে দিতে হবে।”

প্রশিক্ষণে ৬৪ জেলা তথ্য অফিস, ৪টি উপজেলা তথ্য অফিস এবং ৭টি আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন

ফায়জুল হক বলেন, “গুজব বিশ্বজুড়ে বিদ্যমান থাকলেও বাংলাদেশে এর প্রভাব প্রকট। তাই ছয় ধরনের গুজব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অতি চালাক আর বোকারাই সমাজে হুমড়ি খেয়ে গুজব ছড়ায়। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। নির্বাচনের সময় ব্যাপকভাবে গুজব ছড়ানোর শঙ্কা রয়েছে। তাই গুজব প্রচারকারীদের সনাক্ত করতে হবে। এজন্য তথ্য কর্মকর্তাদের কাজের স্বার্থে একটি করে ল্যাপটপ প্রদানে আইসিটি বিভাগকে সহযোগিতা কামনা করেন তিনি।”

মো. মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, “এমন কিছু তথ্য রয়েছে যা সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সেগুলো চিহ্নিত করে জনগণকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব তথ্য কর্মকর্তাদের।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *