আইএসপি ইউনাইটেড: নির্বাচনী ইশতেহার আত্বপ্রকাশ

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার): আগামীর নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে প্রচারণা শুরু করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর প্রার্থীরা। দুই বছর মেয়াদী (২০২৫-২৭) কমিটিতে নির্বাচিত হতে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে শনিবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
নির্বাচনে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় প্রচারণার ব্যপ্তি বাড়িয়েছেন প্রার্থীরা। রাজধানী ঢাকা ছাড়িয়ে এখন তারা ছুটে চলেছেন শহর থেকে শহরে। প্রার্থীরা বৈঠক, মত বিনিময় সভা, গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের জাহির করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সম্প্রতি ঢাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত প্রার্থী পরিচিতি সভার মাধমে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল নির্বাচনী ইশতেহার আত্বপ্রকাশ করে। আইএসপিএবি’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ জন প্রার্থীর একক পূর্ণাঙ্গ ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবি’র সাবেক সভাপতি ও আম্বার আইটির মোহাম্মদ আমিনুল হাকিম।
‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলে রয়েছেন আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি (২০২১-২৩) ও আইসিসি কমিউনিকেশনের সাইফুল ইসলাম সিদ্দিক; তিন মেয়াদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (২০১৫-২০২১) ও রেড ডাটার মঈন উদ্দিন আহমেদ; বর্তমান সাধারণ সম্পাদক ও কে এস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া; বর্তমান কোষাধ্যক্ষ ও অন্তরঙ্গ ডট কমের মো. আসাদুজ্জামান সুজন; বর্তমান পরিচালক (টেকনিক্যাল) ও সার্কেল নেটওয়ার্কের মো. মাহবুব আলম রাজু; মাজেদা নেটওয়ার্কসের নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিসের মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনসের রাশেদুর রহমান রাজন।

নির্বাচনী ইশতেহার
আইএসপি অধিকার সংরক্ষণ ও ন্যায্য নিয়ন্ত্রক নীতিমালা নিশ্চিতকরণ আইএসপিদের স্বার্থরক্ষা ও সমন্বিত নীতিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা; বিভাগ ও জেলা সাব-কমিটি গঠন এবং বিকেন্দ্রীকৃত পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আর্থিকভাবে স্বাধীন এবং আইনি নীতিমালার আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে সাব-কমিটি পরিচালনা; বাংলাদেশকে গ্লোবাল ডেটা সেন্টার হাবে রূপান্তরের উদ্যোগ গ্লোবাল সিডিএন কোম্পানিগুলোকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে উৎসাহিত করা;
অবৈধ আইএসপি ও দখলদারিত্ব প্রতিরোধে লিগ্যাল সাপোর্ট সেল গঠন আইনগত সহায়তার মাধ্যমে আইএসপি খাতের নিরাপত্তা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা; বিশ্বমানের ডিজিটাল ইভেন্ট আয়োজন আন্তর্জাতিক মানের প্রদর্শনী, সম্মেলন ও সেমিনার আয়োজন করে বাংলাদেশের আইএসপি খাতের অগ্রগতি তুলে ধরা; ডেডিকেটেড মেম্বার সার্ভিস ডেস্ক স্থাপন সদস্যদের সার্বক্ষণিক সহায়তার জন্য আইএসপিএবি’র অভ্যন্তরে একটি বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা;
নতুন নতুন আইপি বেজড ব্যবসার ক্ষেত্র উন্মোচন করা যেমন- আইপি টিভি/ওটিটি, হোম অটোমেশন, কলিং অ্যাপ, প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমসহ এআই প্রযুক্তি নির্ভর সাইবার সিকিউরিটি মোকাবেলা করার সামর্থ্য অর্জন করা; আইপিভি৬ ডিপ্লয়মেন্ট বাস্তবায়নে সদস্যদের জন্য টেকনিক্যাল সাপোর্ট টিম গঠনের মাধ্যমে সহায়তা প্রদান; ধানমন্ডি একটিভ শেয়ারিং প্রকল্পের সফলতার ভিত্তিতে লাস্ট-মাইল ফাইভার ক্যাবল শেয়ারিং দেশের অন্যান্য এলাকায় বাস্তবায়ন;
ইন্টারনেট সার্ভিসকে আইটিইএস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জোরালো প্রচেষ্টা; টেকসই ব্যবসায়িক উন্নয়নের জন্য ন্যায্য মূল্যে এনটিট্এন ও আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ও ট্রান্সমিশন সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করা; সদস্য কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবন বীমা সুবিধা চালু করার উদ্যোগ গ্রহণ; ডুয়েল কারেন্সি কর্পোরেট ক্রেডিট কার্ড সুবিধা চালু করা। আইএসপিএবি’র সকল সদস্যদের জন্য এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা চালু করা, যা ব্যবসায়িক লেনদেনসহ ব্যক্তিগত ব্যবহারের জন্যও উপযোগী হবে এবং নেতৃত্বের নতুন প্রজন্ম তৈরি করতে আগ্রহী এবং এ বিষয়ে আস্থা রাখা। এই লক্ষ্যে অ্যাসোসিয়েশনে প্রতি ২ মেয়াদে নির্বাচিত প্রতিনিধিগণ ১ মেয়াদের জন্য নির্বাচন অংশগ্রহণে বিরত থাকার প্রস্তাবনা ও এ ব্যাপারে প্রয়োজনীয় সংশোধনের কাজ করা।

প্যানেল প্রধান মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, “সম্মিলিত দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী আইএসপি খাত গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও এ্ই খাতের অব্যাহত অগ্রযাত্রা নিশ্চিত করবো। সকল সদস্যের সম্মান ও অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। একতা, স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর নেতৃত্ব- এই তিনটি মূলনীতি দিয়েই এই খাতকে সামনে এগিয়ে নিতে হবে। একা কেউ কিছুই করতে পারে না। আমরা একসঙ্গে এগোবো, একসঙ্গে থাকবো, একসঙ্গে গড়ব একটা শক্তিশালী, মর্যাদাসম্পন্ন আইএসপি কমিউনিটি।”
আইএসপিএবি’র ২০২৫-২৭ মেয়াদের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পদে প্রার্থী হয়েছেন ১৪ জন এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৪টি পদে ১০ জন প্রার্থী হয়েছেন। ১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬৩ জন এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৬৬৩ জন ভোটার হয়েছেন।
ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ ক্যাটাগরি থেকে ৯ জন ও সহযোগী ক্যাটাগরি থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্তীতে আগামী ১৯ মে (সোমবার) নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টনের নির্বাচন করবেন।
আইএসপিএবি’র নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্যদ্বয় হলেন সহকারী অ্যার্টনী জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যার্টনী জেনারেল রাকিব হাসান। আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন বি. জে. (অব.) ডা. এ কে এম শামছুল আলম এবং সদস্যদ্বয় হলেন লে. ক. (অব.) আহম্মেদ দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।