সাম্প্রতিক সংবাদ

ফোরসাইট এর কর্ণধার মির্জা গোলাম রহমান (তৌফিক) ইন্তেকাল করেছেন

ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ এক নক্ষত্রের বিদায়। বিসিএস কমপিউটার সিটি (আইডিবি ভবন) হারালো একজন অগ্রজ, পরোপকারী, প্রিয় সহকর্মী এবং প্রিয় অভিভাবককে। বিসিএস কমপিউটার সিটির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সদস্য ফোরসাইট কমপিউটার্স অ্যান্ড নেটওয়ার্কের কর্ণধার মির্জা গোলাম রহমান (তৌফিক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মির্জা গোলাম রহমান (তৌফিক) দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে আজ বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৪টায় (বাংলাদেশ সময়) মার্কিন যুক্তরাষ্ট্রে না ফেরার দেশে চলে যান। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর (১৯৬১-২০২৫)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি–নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্রগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস কমপিউটার সিটির সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে কমপিউটার বিচিত্রার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- এই দোয়া কামনা করছি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *