ভিভো ভি৫০ লাইট কিনলেই নিশ্চিত উপহার!

ক.বি.ডেস্ক: স্লিম ডিজাইন ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভিভোর ভি সিরিজের নতুন সংযোজন ভি৫০ লাইট। ফটোগ্রাফি, ভিডিও স্ট্রিমিং অথবা গেমিং, সারাদিনের চার্জ ব্যাকআপ দিতে তৈরী নতুন এই ফোনটি। আজ ২৪ এপ্রিল থেকে শুরু হলো ফোনটির ফার্স্ট সেল, সঙ্গে থাকছে নিশ্চিত পুরষ্কার। ফার্স্ট সেলের অফারে ফোনটি কিনলে থাকছে প্রায় ৩,৫০০ টাকার বিশেষ উপহার প্যাকেজ। অফারটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা। ফার্স্ট সেলের অফারে ফোনটি কিনলে বিশেষ উপহার প্যাকেজে থাকছে রিরো এল১৮ টিডব্লিউএস, রিরো প্রিমিয়াম গ্লাস এবং একটি এক্সক্লুসিভ পোস্টকার্ড। ফোনটি কিনতে ভিজিট করুন ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে।
ভিভো ভি৫০ লাইট স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর, অরা লাইট পোর্ট্রেইট প্রযুক্তি, ৩২ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা এবং এআই স্টুডিও। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের এই ফোনটি হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম, সরু বেজেল আর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লের। দুটি ট্রেন্ডি কালার অপশন- টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং ফিচার। ১% ব্যাটারিতে ২৬ মিনিট কথা বলা যাবে এবং ৫ বছরে ৮০% পর্যন্ত ব্যাটারি সক্ষমতা থাকবে। রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস। আইপি ৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ এবং গেমিং হবে দ্রুত ও মসৃণ।