সাম্প্রতিক সংবাদ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: দেশসেরা যৌথভাবে বুয়েট ও ড্যাফোডিল

ক.বি.ডেস্ক: টাইমস হায়ার এডুকেশন’র এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৫ এর তালিকায় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয় দুইটি এশিয়া র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৩০১-৩৫০ ঘরে অবস্থান করছে। ২০২৫ সালের এশিয়ার সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা সেই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। 

গত বুধবার (২৩ এপ্রিল) এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)।

এই র‍্যাঙ্কিং প্রকাশের জন্য সংস্থাটি গবেষণার গুণগত মান (৩০%), গবেষণা পরিবেশ (২৮%), পাঠদানের মান (২৪.৫%), শিল্পখাতের সম্পৃক্ততা (১০%) ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (৭.৫%)-এর সূচকগুলোকে ব্যবহার করে। এই মূল্যায়নের ভিত্তিতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বুয়েট এশিয়া অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে স্থান পেয়েছে। এ ছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)- এ তালিকায় ৩৫১-৪০০ ঘরে অবস্থান করছে।

এ তালিকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণায় উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নে শক্ত অবস্থানের ধারণা দেয়। তা ছাড়া দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের টানা আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে এই অর্জন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিস্তারিত জানতে: https://www.timeshighereducation.com/world-university-rankings/2025/regional-ranking#!/length/25/locations/BGD/sort_by/rank/sort_order/asc/cols/scores

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *