আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

চারটি ব্র্যান্ডের এআইওটি পণ্য নিয়ে এলো আকিজ টেলিকম

ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে চারটি বিশ্বখ্যাত ব্র্যান্ড ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স এর এআইওটি পণ্য নিয়ে এসেছে আকিজ টেলিকম লিমিটেড। এসব ব্র্যান্ড গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিতের পাশাপাশি মোবাইল ফোন ও গ্যাজেট খাতের সম্প্রসারণে অবদান রাখবে। টিডব্লিউএস ইয়ারবাড, নেকব্যান্ড ও ক্যাবলসহ মোট ১৫০টির ও বেশি নতুন এআইওটি পণ্য প্রদর্শন এবং উন্মোচন করা হয়।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার একটি স্থানীয় ক্লাবে চারটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের এআইওটি পণ্যগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ টেলিকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান এবং ওয়ানলিন টেকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহ অন্য উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হন ওয়ানলিন টেকের গ্লোবাল ম্যানেজার পল।

আকিজ টেলিকমের হাত ধরে দেশের বাজারে যাত্রা হওয়া ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ডগুলো স্মার্ট প্রযুক্তি, উদ্ভাবন এবং গুণমানের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। দেশের বাজারে এসব ব্র্যান্ডের পণ্য বাজারজাত ও বিক্রয় করার জন্য আকিজ টেলিকম বহুজাতিক কর্পোরেশন শেনজেন ওয়ানলিন টেকনোলজি কোং লিমিটেডের সঙ্গে একটি রয়্যালটি চুক্তি স্বাক্ষর করেছে।

জি এম কামরুল হাসান বলেন, “এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ আমাদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ; পাশাপাশি সকলের জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যত নির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন। এসব ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *