উদ্যোগ

‘আন্ত:বিশ্ববিদ্যালয় এনডিএসি -২০২৫’- এ চ্যাম্পিয়ন ও রানার আপ ডিআইইউ

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভিাগের দল “আন্ত:বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতা -২০২৫ (এনডিএসি)” এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে। ডিআইইউ’র সিএসই বিভাগের দল ডাইনামিক ডিকোডার চ্যাম্পিয়ন এবং ডাটা সরুণ রানার আপ হয়েছে। ডিআইইউ’র আয়োজনে এবারের প্রতিযোগিতায় ১০টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩৫টি দল অংশগ্রহন করে।

“আন্ত:বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতা -২০২৫”- এ ডিআইইউ’র সিএসই বিভাগের চ্যাম্পিয়ন ডাইনামিক ডিকোডার দলের সদস্যরা হলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান ও মো. জুলকার নাইন। রানার আপ দলের সদস্যরা হলেন রাহাত জামান সরকার ও আব্দুল্লাহ আর জাবির।

আজ শনিবার (১২ এপ্রিল) ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “আন্ত:বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতা -২০২৫”- এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং জেনোফেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, প্রফেসর ড. এস এম আমিনুল হক, প্রতিযোগিতার প্রধান বিচারক ড. জাহিদ হাসান।

মো. ফাহিমুল ইসলাম বলেন, “এ ধরনের প্রতিযোগীতা আমাদের তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করার এক বিশাল সুযোগ এনে দিয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির উত্থানের ব্যাপক ভূমিকা রয়েছে। আর এই প্রতিযোগিতা হচ্ছে প্রযুক্তির বিপ্লব। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেসব তরুণ ওঠে আসবে তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উচুঁ করে দাড়াবে। আমাদের তরুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। এই প্রতিযোগিতা তরুণদের মেধাকে আরও শাণিত করবে বলে আশা প্রকাশ করছি।”

ড. এম লুৎফর রহমান বলেন, “বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির সময়। এই সময়ে প্রযুক্তির জ্ঞান থেকে দূরে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কোনো প্রতিযাগিতায় পিছিয়ে পড়ুক। এই জন্য ডিআইইউ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তথ্যপ্রযুক্তি জ্ঞান সমকালীন শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসাবে সর্বজন স্বীকৃত। ডিআইইউ’র সার্বিক কর্মকান্ডে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার নিাশ্চত করেছে যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক চাকুরী বাজারের প্রতিযোাগিতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিছনে ফেলে নিজেদের অবস্থানকে সুসংহত করতে পারে।”

আন্ত:বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতা -২০২৫ (এনডিএসি)”- এর হোস্ট এনএলপি অ্যান্ড এম এল। পৃষ্ঠপোষক সহজ ডট কম এবং পার্টনার বাংলাদেশ রেলওয়ে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *