সাম্প্রতিক সংবাদ

ব্যাংকিং সেবার আধুনিকায়নে গ্লোবাল ব্র্যান্ড ও হায়োসাং টিএনএস

ক.বি.ডেস্ক: আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে। অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। দেশের স্বনামধন্য আইসিটি পণ্য আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং বৈশ্বিক ব্যাংকিং প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান হায়োসাং টিএনএস’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো সমগ্র বাংলাদেশ জুড়ে এটিএম ও ব্যাংকিং কিয়স্ক স্থাপন এবং সামগ্রিক ব্যবস্থার উন্নয়ন। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, স্থানীয় বাজার বিষয়ক অভিজ্ঞতা এবং হায়োসাং টিএনএস’র অভিনব ব্যাংকিং প্রযুক্তির সমন্বয় গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। সারাদেশে ব্যাংকিং সেবাকে আরও ত্বরান্বিত করবে। এই কৌশলগত অংশীদারত্ব বাংলাদেশের ব্যাংকিং প্রযুক্তি খাতে এক নতুন যুগের সূচনা করবে।

গতকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকার একটি স্থানীয় হোটেলে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং হায়োসাং টিএনএস’র দক্ষিণ এশিয়ার এটিএম ব্যবসার প্রধান পরিচালক সাং কন লিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আনোয়ার এবং পরিচালক জসীম উদ্দীন খন্দকার।

আবদুল ফাত্তাহ বলেন, “বাংলাদেশে সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি পৌঁছে দিতে আমরা হায়োসাং টিএনএস’র সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি নিশ্চিত করা। এই অংশীদারত্ব সে লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

সাং কন লিম বলেন, “গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আমাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সূচনা হয়েছে। যা নতুন প্রজন্মের এটিএম ও ব্যাংকিং কিয়স্ক দেশের বাজারে সরবরাহ করতে সহায়ক ভূমিকা পালন করবে। এই সমঝোতা বাংলাদেশের ব্যাংকিং খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।”

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্য আমদানকিারক, পরিবেশক ও সেবাদানকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত ৮০টিরও বেশি প্রযুক্তি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি তার বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, মানসম্পন্ন আইটি পণ্য ও এন্টারপ্রাইজ সলিউশনের জন্য সুপরিচিত।

১৯৭৯ সাল থেকে হায়োসাং টিএনএস বিশ্বজুড়ে ব্যাংকিং প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে আসছে এবং বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *