সাম্প্রতিক সংবাদ

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের বিক্ষোভ

ক.বি.ডেস্ক: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দেশের তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান।

আজ সোমবার (৭ এপ্রিল) হাজারও বিক্ষোভকারী বিভন্ন প্রযুক্তি পণ্য বিক্রয় বাজারের সামনের রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এতে বিভিন্ন মা্র্কেটের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা সহ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশ গ্রহনকারীরা। সমাবেশ থেকে বাংলাদেশ সরকারসহ বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের হামলার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়ার দাবি জানানো হয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্ব মুসলিম উম্মাহর ডাকে সাড়া দিয়ে ইসিএস কমপিউটার সিটি ব্যবসায়ী মালিক সমিতি ও এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস) সহ রহমানিয়া কমপিউটার মার্কেট ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইকের প্রতি সমর্থন জানিয়ে এবং বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে স্টার টেকের সব আউটলেট ও অনলাইন কার্যক্রম বন্ধ রাখা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *