কুমিল্লা জেলায় স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

ক.বি.ডেস্ক: দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের পর কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ। লোকাল ডেটা লোকালী রেখে দেশের প্রত্যেক নাগরিককে স্বল্প মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌছে দেয়ার জন্যই কুমিল্লা জেলাতে এই নিক্স স্থাপন করা হলো।
গতকাল শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট-এর আয়োজনে কুমিল্লায় জসিম টাওয়ারে অনুষ্ঠিত টেলিকম সেবাটির উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক। বক্তব্য রাখেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইএসপিএবির ট্রেজারার মো. আসাদুজ্জামান সুজন, ক্লাউড প্ল্যানেটের চেয়ারম্যান ড. শাহেদ মোরশেদ, ম্যানেজিং ডিরেক্টর মোবারক হোসেন এবং বিপিসির সহকারী পরিচালক ফয়সাল খান ও কুমিল্লা আইএসপিএবির সকল সদস্য ও অন্যান্য তথ্যপ্রযুক্তিবিদগণ।
মো. আব্দুর রহিম খান বলেন, “আইএসপিএবি তার কার্যক্রম সারাদেশে সুসংগঠিত করে থাকে। বিশেষ করে ইন্টারনেট সার্ভিস নেটওর্য়াকিংয়ের নিক্স স্থাপন করে অনন্য নজির স্থাপন করেছে। আইএসপিএবি নিক্স স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি অন্যতম উপায়। নিক্স এর মাধ্যমে স্বল্প খরচে ডেটা বিনিময় করা সহজ হচ্ছে। এর ফলে শুধু ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নয় বাংলাদেশের সামগ্রীক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশের উন্নয়নে দ্রুততম ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। ডিজিটালের মাধ্যমে মানুষকে সংযুক্তি করে তার সেবা প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।”
মো. ইমদাদুল হক বলেন, “সদস্যদের সুযোগ-সুবিধা দেয়াই হচ্ছে আইএসপিএবির কাজ। আমাদের শিক্ষা থেকে বিনোদন পর্যন্ত পর্যাপ্ত কন্টেন নেই, এখন আমাদের লোকাল কন্টেন দরকার। লোকাল কন্টেন তৈরীতে যে শক্তিশালী ও টেকসই ইনফাস্টট্রাকচার দরকার সেই কাজটি আইএসপিএবি করছে। রাজধানী ও বিভাগীয় শহরের পর আমরাই সর্বপ্রথম কোন জেলাতে নিক্স স্থাপন করেছি। এটি এপিআই এর সদস্য এবং দেশের ট্রাফিকের দিক দিয়ে প্রথম স্থানে আছে। বিপিসির সহযোগীতা বহাল থাকলে আগামী বছরের মধ্যে বড় বড় জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব বলে আশা করছি।”
নাজমুল করিম ভূঁইয়া বলেন, “দেশের টাকা দেশে রাখুন আইএসপিএবির সঙ্গে থাকুন এই শ্লোগান দিয়ে স্বাচ্ছন্দে নিরাপদে ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লোকাল ডেটা লোকাল রাখুন আইএসপিএবি নিক্স এ সংযুক্ত থাকুন।”