‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’- ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

ক.বি.ডেস্ক: বছর ঘুরে আবারও আসছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এই উৎসবকে আরও আনন্দময় করতে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’। এই ক্যাম্পেইনে রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ। ইনফিনিক্সের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন। ঈদ আনন্দকে আরও রঙিন করতে ইনফিনিক্সের এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
ঈদ সামনে রেখে অনেকেই পুরোনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। ইনফিনিক্সের বিশেষ অফারের ফলে এবার ঈদে গ্রাহকরা পছন্দের ডিভাইস কেনার পাশাপাশি নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট ৯– এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
নোট ৪০এস মডেলের সঙ্গে ক্রেতারা পাবেন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার। হট ৫০ প্রো এবং হট ৫০ আই স্মার্টফোনগুলোতে পাবেন বাজেট-বান্ধব মূল্যে প্রিমিয়াম ফিচার। বাজেটের মধ্যে শক্তিশালী পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট ৯ মডেলও থাকছে এই ক্যাম্পেইনের আওতায়।
ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরা জিততে পারেন নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিংবা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল টিকিট। অফারে অংশগ্রহণের প্রক্রিয়াও অত্যন্ত সহজ- ক্রয়কৃত পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।