সাম্প্রতিক সংবাদ

সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো

ক.বি.ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে “উদ্যোক্তা থেকে ফ্রিল্যান্সার: একটি টেকসই বৃদ্ধি গড়ে তোলা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

“উদ্যোক্তা থেকে ফ্রিল্যান্সার: একটি টেকসই বৃদ্ধি গড়ে তোলা” প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) -এর যৌথ উদ্যোগে।

আবেদন করতে ইচ্ছুক প্রশিক্ষনার্থীদের অবশ্যই নূন্যতম এক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ন্যূনতম ৩০০ ডলার আয় এর প্রমাণপত্র দাখিল করতে হবে। এ ছাড়া অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। আগামী ৬ মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য https://forms.gle/amrFK5SKnDPxtHUj9 এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

উদ্যোক্তা হবার ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে কর্মশালাটি। এ প্রশিক্ষণ কর্মশালায় যে বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান করা হবে তা হলো ব্যবসা উন্নয়ন কৌশলের মূল; প্রকল্প ব্যবস্থাপনার মূল; একটি উন্নত স্তরে বিক্রয় গ্রহণ; ব্র্যান্ডিং এবং প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং; সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিশ্লেষণের মূল; বিল্ডিং এবং নেতৃত্ব কার্যকরী দল; বিপিও, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং আইনের জন্য উদীয়মান প্রযুক্তি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *