উদ্যোগ

জাপানে ড্রাইভিং চাকরি সুযোগ বিষয়ে সেমিনার

ক.বি.ডেস্ক: গ্লোবাল রিক্রুটিং এজেন্সি’র উদ্যোগে জাপানে ড্রাইভিং চাকরির সুযোগ, সম্ভাবনা ও প্রস্তুতি বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। দক্ষ ড্রাইভারের চাহিদা, চাকরির সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। গ্লোবাল রিক্রুটিং এজেন্সি আগ্রহীদের জাপানে যাওয়ার বিষয়ে সহযোগিতা করছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সোবানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ৫২ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টিটিআই’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন ড্যাফেডিল ফেমিলির প্রধান নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আকিও ওশিমা এবং নাকানো। ড্যাফোডিল জাপান আইটি’র ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি জাপানে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে হলে প্রার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাগত ও সাংস্কৃতিক প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *