সাম্প্রতিক সংবাদ

বিটিআরসি’তে নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার বিষয়ক কর্মশালা

ক.বি.ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কারের অংশ হিসেবে বিদ্যমান লাইসেন্সধারীদের মতামত গ্রহণের লক্ষ্যে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কর্মশালায় চারটি বিষয়ে চ্যালেঞ্জ ও সুপারিশমালা উপস্থাপন করা হয়- বিদ্যমান নেটওয়ার্ক কাঠামো সংস্কার; গ্রাহক পর্যায়ে সেবা প্রদান; জাতীয় কানেক্টিভিটি সেবা প্রদান এবং আন্তর্জাতিক কানেক্টিভিটি সেবা প্রদান সংক্রান্ত।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাওস্থ বিটিআরসি ভবনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, এনটিএমসি, আর্মড ফোর্সেস ডিভিশন, টেলিযোযোগাযোগ অধিদপ্তর, বিএসসিপিএলসি, বিএসসিএল, বিটিসিএল, মোবাইল অপারেটর, আইএসপিএবি, আইজিডব্লিউবি, আইসিএক্স, টাওয়ার কোম্পানি, এনটিটিএন, আইআইজি, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ, টাওয়ার অপারেটর, বাক্কো সহ বুয়েট, এমআইএসটি, নর্থ-সাউথ, ব্র্যাক ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ও আইসিটি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

ব্রি. জে. ইকবাল আহমেদ বলেন, টেলিযোযোগাযোগ খাতের বিদ্যমান লাইসেন্স ও নেটওয়ার্ক কাঠামো খুবই জটিল, তাই এমন একটি নেটওয়ার্ক কাঠামো ডিজাইন করা দরকার যেখানে ডিজিটাল সেবাধানকারী প্রতিষ্ঠানসমূহ সহজভাবে তাদের সেবা প্রদানের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। নতুন নেটওয়ার্ক কাঠামো বৈষম্যহীন, স্বচ্ছ, সহজলভ্য, নূন্যতম মানদণ্ড নির্ধারণ এবং বহুমাত্রিক সেবা প্রদানের সুযোগ থাকবে। নতুন সংস্কারে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন ও দেশের বিদ্যমান বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হবে।

বিদ্যমান নেটওয়ার্ক কাঠামো সংস্কার
নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে বিনিয়োগকারীকে উৎসাহ প্রদান, সার্ভিস নিরপেক্ষতা, একটিভ শেয়ারিং, ফাইভজি গাইডলাইন প্রণয়ন, মানসম্মত সেবা নিশ্চিত, লাইসেন্সিদের জবাবদিহিতা এবং উন্মুক্ত বাজার প্রতিযোগিতা বিষয়টি উল্লেখ করা হয়। সঞ্চালনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন।

গ্রাহক পর্যায়ে সেবা প্রদান
আলোচনায় গ্রাহক পর্যায়ে সেবার ধরণ নিয়ে আলোচনা হয়। এতে সার্ভিস লাইসেন্স থেকে তরঙ্গ লাইসেন্স আলাদা রাখা, লাইসেন্স উন্মুক্ত রাখা, ওটিটি ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস, প্রযুক্তি নিরপেক্ষতা প্রদান, সুস্থ বাজার প্রতিযোগিতা, ফাইভ-জি সেবা প্রদানে ফিক্সড ও মোবাইল সার্ভিস লাইসেন্সকে একীভূত করা, প্রযুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ ও স্থানীয় শিল্পকে সুরক্ষা বিষয়টি উল্লেখ করা হয়। সঞ্চালনা করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানা।

জাতীয় কানেক্টিভিটি সেবা প্রদান
আলোচনায় জাতীয় পর্যায়ে কানেক্টিভিটির ক্ষেত্রে কারিগরী ও আর্থিক সক্ষমতা, এনটিটিএন, টাওয়ারকো ও আইসিএক্স অপারেটরদের লাইসেন্স সংখ্যা, সেবার ধরণ অনুযায়ী উন্মুক্ত লাইসেন্স ও উন্মুক্ত বাজার পদ্ধতি চালুর বিষয় উপস্থাপন করা হয়। সঞ্চালনা করেন কমিশনের সিস্টমেস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল উর রহমান।

আন্তর্জাতিক কানেক্টিভিটি সেবা প্রদান
আলোচনায় ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সেবার লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে স্বপ্লমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকে বিবেচনায় নেয়া, স্থানীয় বিনিয়োগ ও কর্মসংস্থানকে প্রাধান্য দেয়া, সরকারি ও বেসরকারি লাইসেন্সিদের ক্ষেত্রে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং কাউকে অনায্য সুযোগ না দেয়ার বিষয়টি ওঠে আসে। সঞ্চালনা করেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল রাশেদুজ্জামান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *