উদ্যোগ

ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং

ক.বি.ডেস্ক: ‘ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার’ স্লোগানে অনুষ্ঠিত হয় ১১তম “ডিজিটাল সামিট”। এই সম্মেলনের লক্ষ্য হলো বিশেষজ্ঞ বক্তা এবং সমবেত অতিথিদের পারস্পরিক আলোচনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাসঙ্গিক বিষয়গুলোকে তুলে ধরা যা নতুনভাবে চিন্তা করতে, ভোক্তাদের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ তৈরি করতে এবং ডিজিটাল জগতে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের ১১তম সংস্করণ। এবারের সামিটে ২টি কিনোট সেশন, ৪টি প্যানেল ডিসকাশন এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও সাজিদ মাহবুব বলেন, “ডিজিটাল পরিবর্তন এখন আর শুধু একটা বিকল্প নয়, বরং অত্যবশকীয়। আমরা এমন এক সময়ে আছি, যেখানে ডিজিটাল রূপান্তর, ব্যবসা ও ব্র্যান্ডের সঙ্গে মানুষের যোগাযোগের ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উদ্ভাবনী হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং ভোক্তাদের চাহিদা বুঝতে হবে।”

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার বলেন, “ব্যবসার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ খুবই ফলপ্রসু। ব্যক্তিগতকরণ ও মাল্টি-চ্যানেল কৌশলে গুরুত্ব দিতে হবে, যা ডিজিটাল যুগের ভোক্তাদের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক। এ ছাড়া, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং উন্নত অ্যালগরিদম ব্যবহার করে বাজারের চাহিদা আগেভাগে বোঝা, ইনভেন্টরি ঠিকভাবে পরিচালনা করা এবং আরও কার্যকর বিপণন কৌশল তৈরি করা সম্ভব হচ্ছে।”

১১তম ডিজিটাল সামিট এর আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টারকিশ এয়ারওয়েজ। হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস লিমিটেড। পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *