উদ্যোগ

ডিআইইউ’তে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯’ শীর্ষক সেমিনার

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯’ শীর্ষক সেমিনার। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিআইইউ’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, ডিআইইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ডিআইইউ’র ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

মোহাম্মদ আলিম আখতার খান বলেন, “আমরা প্রতিনিয়ত ভোক্তা-অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে সফল হতে হলে প্রয়োজন ভোক্তাদের সচেতনতা। এই সচেতনতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই সেমিনার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোক্তাবান্ধব সুস্থ সমাজ গঠিত হবে এবং শিক্ষার্থীবৃন্দকে ভোক্তা-অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণে তথা অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।”

আব্দুল জলিল বলেন, “শিক্ষার্থীদের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় সরকারের কাজে নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। শাস্তি দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব নয়, এটি নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে।”

ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, “অধিকার আদায়ের জন্য যৌক্তিকভাবে ভয়েস রেইজ করতে হবে।”

ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, “সকলের সমন্বিত কাজ করার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ সহজ হবে বলে মনে করি।”

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনটি ভোক্তা-অধিকার সংরক্ষণে যেভাবে ভূমিকা পালন করছে সে বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *