উদ্যোগ

ডিআইএ আইসিটি ফেস্ট ২০২৫

ক.বি.ডেস্ক: ডিআইএ প্রোগ্রামিং ক্লাব এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ডিআইএ আইসিটি ফেস্ট ২০২৫’। অনুষ্ঠানে প্রযুক্তি সেমিনার, প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প শোকেসিং, আইডিয়া প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘ডিআইএ আইসিটি ফেস্ট ২০২৫’ উদ্বোধন করেন ডিআইএ’র একাডেমিক ডিরেক্টর মো. সারওয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের প্রধান মুনির হাসান ও প্রাইডিস আইটি লিমিটেডের সিইও মনোয়ার ইকবাল। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

আয়োজনের কোঅর্ডিনেট করেন ডিআইএ’র সহকারী কোর্স সমন্বয়কারী মো. রকিবুল হাসান প্রিন্স। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেখানে ১৫টি আইটি প্রকল্প প্রদর্শন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *