সাম্প্রতিক সংবাদ

আইএসপিএবি’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী

ক.বি.ডেস্ক: মায়ের ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের এক অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে ওঠছে মন- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হয়েছে।

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়ার নের্তৃত্বে আইএসপিএবি’র অন্যান্য সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এ সময় অমর ২১শের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” গানে গানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ।

এ ছাড়াও দেশের ৭টি বিভাগীয় শহরে আইসপিএবি’র সকল বিভাগীয় সাব- কমিটি প্রতিনিধিদের পক্ষ থেকেও স্ব স্ব বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময়ে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *