সাম্প্রতিক সংবাদ

ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড

ক.বি.ডেস্ক: ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সলিউশন হিসেবে কাজ করবে। এই নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা ও বিকাশ কিউআর-সহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এই কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুবিধাজনক সলিউশন। প্রবাসীরা ই-কেওয়াইসি (e-KYC) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসেও ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সকল প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা এই অ্যাকাউন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ভার্চুয়াল ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির আধুনিক ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা নিতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এই কার্ড ব্যবহার করে মাল্টিকারেন্সি ট্রানজ্যাকশনও করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে তাঁরা প্রচলিত ব্যাংকিং নিয়ম মেনে আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়াও, লেনদেনের ভিত্তিতে গ্রাহকরা এখানে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন।

নতুন গ্রাহকরা ই-কেওয়াইসি পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আছেন, তাঁরা এই কার্ড পেতে হলে তাঁদের সেভিংস অ্যাকাউন্টকে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, অথবা নতুন আরেকটি ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে। সফলভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে লগইন করলে সেখানে তাঁদের ভার্চুয়াল ডেবিট কার্ডটি দেখতে পাবেন।

পরবর্তীতে অ্যাপের মাধ্যমে বা ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে (১৬২২১) যোগাযোগ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে। বিস্তারিত: www.bracbank.com বা ২৪/৭ কল সেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করতে পারেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *