আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি প্রযুক্তির টিভি

ক.বি.ডেস্ক: সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির নজরকাড়া ছবি ও বিনোদন উপভোগের জন্য দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে সর্বপ্রথম ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি। ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি- এই তিনটি সাইজে পাওয়া যাচ্ছে, যা রীতিমতো প্রিমিয়াম ওএলইডি অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে ১০০% কালার ভলিউম সমৃদ্ধ ওএলইডি গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি দূর করে দেবে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল।

গতকাল সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ট্রান্সকম ডিজিটাল স্টোরে এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ,

স্যামসাং এস৯৫ডি’তে রয়েছে এনকিউ৪ এআই জেন ২ প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, ১১.২ মিমি’র আল্ট্রা-স্লিম ফ্ল্যাট প্রোফাইল এবং স্লিম ওয়ান কানেক্ট বক্স। আইওটি হাব সুবিধাযুক্ত স্যামসাংয়ের নিজস্ব স্মার্টথিংস ফিচারের পাশাপাশি রয়েছে ৭০ ওয়াট (৪.২.২ চ্যানেল) স্পিকার সেটআপ, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্লাস (ওটিএস প্লাস)। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রয়েছে নক্স সিকিউরিটি সুবিধা। গেমিং ও অন্যান্য অ্যাকশন সমৃদ্ধ ছবিকে জীবন্ত করে তোলার জন্য মোশন এক্সেলেরেটর ১৪৪ হার্টজ টেকনোলজিও যোগ করেছে স্যামসাং।

দেশ জুড়ে স্যামসাং ও এর পার্টনার আউটলেট- ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনাল’র সকল আউটলেটে বর্তমানে ৫৫এস৯৫ডি, ৬৫এস৯৫ডি, ও ৭৭এস৯৫ডি এই তিনটি ভিন্ন ভিন্ন সাইজে স্যামসাং এস৯৫ডি ওএলইডি টিভি সিরিজটি পাওয়া যাচ্ছে; যার মূল্য শুরু হচ্ছে ৩০৯,৯০০ টাকা থেকে।

ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-বুক করলে ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া ০% ইন্টারেস্ট-এ ২৪ মাসের ইএমআই সুবিধাও প্রযোজ্য হবে। প্রি-বুক করা দুই জন সৌভাগ্যবান ক্রেতার জন্য থাকছে এক্সবক্স জিতে নেয়ার দারুণ সুযোগ। বিস্তারিত: ০৮০০০৩০০৩০০ (টোল ফ্রি)।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *