উদ্যোগ

শুরু হচ্ছে “ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম”

ক.বি.ডেস্ক: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে শুরু হচ্ছে বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য দেশের সবচেয়ে বড় আয়োজন “ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম”। দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে এবারের এই আয়োজনটি করা হচ্ছে। তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণাগুলোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন।

“ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম” এ অংশগ্রহনেচ্ছু স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাক শিল্প, লজিস্টিক্স, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে উদ্ভাবক ও স্টার্টআপবৃন্দ আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই এবং পিচিং শেষে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষনা করা হবে ‘ন্যাশনাল ইউথ সামিট ২০২৫’ এ। বিস্তারিত তথ্য জানতে www.idea.gov.bd

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আয়োজনটি আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)- এর অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ আয়োজন করতে যাচ্ছে। আইডিয়া প্রকল্পের এ আয়োজনটি, তারুণ্যের শক্তিকে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য প্রচেষ্টা। এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের একত্রিত করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে তরুণ ছাত্র-ছাত্রী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের সরাসরি ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, উক্ত ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কেও তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে।

স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের পাশাপাশি সামিটে রাখা হয়েছে ‘আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপ প্রদর্শনী’, যেখানে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবেন। পাশাপাশি, ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *