মোবাইল স্মার্টফোন

এআই ফিচারে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ

ক.বি.ডেস্ক: গ্যালাক্সি এস২৫ সিরিজ বৈশ্বিকভাবে উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবনে নতুন অধ্যায় রচনা করেছে প্রতিষ্ঠানটি। ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ অনুষ্ঠানে গ্যালাক্সি এস২৫ সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন – গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা উন্মোচন করা হয়। প্রতিটি মডেলেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর

গতকাল বুধবার (২২ জানুয়ারি) সান হোসেতে অনুষ্ঠিত হয় স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আয়োজন ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’। স্মার্টফোন তৈরিতে শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে কী ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ফিচার যুক্ত করেছে অনুষ্ঠানে তা দেখানো হয়।

গ্যালাক্সি এস২৫ সিরিজে এআই ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মার্টফোনগুলোতে ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে।

এস২৫ আলট্রা-তে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সরের কোয়াড-ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসগুলোতে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ডেটা স্টোর করা যাবে, রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসগুলো পাওয়া যাবে নান্দনিক রঙে; তবে অঞ্চলভেদে স্মার্টফোনগুলোর ফিচার আলাদা হতে পারে।

স্যামসাং ইলেক্ট্রনিক্স গ্যালাক্সি এস২৫ সিরিজ শীঘ্রই দেশের সকল শো-রুমে পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমীরা এ ‘স্মার্ট কম্প্যানিয়ন’ -এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের অগ্রিম বুকিং দিয়ে দিতে পারেন। এ মাসের শেষের দিকে দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাসের অগ্রিম বুকিং নেয়া শুরু হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *