সাম্প্রতিক সংবাদ

৩৬ সদস্যকে নিয়ে পুনর্গঠিত হলো ই-ক্যাব সহায়ক কমিটি

ক.বি.ডেস্ক: ডিজিটাল কমার্স খাতের উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নতুন নেতৃত্ব নির্বাচনে বর্তমান প্রশাসককে সহযোগিতার জন্য ৩৬ সদস্যের একটি সহায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটির সদস্যরা ই-ক্যাবের সদস্য তালিকা হালনাগাদ করতে সহায়তা করবে। নির্বাচনের ১৫ দিন আগে এই কমিটি বিলুপ্ত হবে। কমিটির সদস্যরা ই-ক্যাবের আর্থিক সুবিধাদি ও বেতন-ভাতাদি প্রাপ্য হবেন না।

গত ২০২৪ সালের ২০ নভেম্বর গঠিত ই-ক্যাবের ১৫ সদস্যের সহায়ক কমিটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। পনুরাদেশ না দেয়া পর্যন্ত বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ধারা ১৮ এর উপধারা (২) এর (ক) অনুসারে নিজ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহয়তা প্রদান করার জন্য ই-ক্যাবের এই ৩৬ সদস্যের সমন্বয়ে সহায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৪ জানয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী।

পুনর্গঠিত ৩৬ সদস্যের সহায়ক কমিটিতে রয়েছেন যারা
এই কমিটিতে রয়েছেন কিনলে ডটকমের সিইও মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা; অ্যাঞ্জেল করপোরেশনের এমডি নুর হোসেইন; জুয়েল ট্রেডিং করপোরেশনের এমডি মোহাম্মদ ইকবাল জামাল; মাষ্টার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সিইও আনোয়ার সাদাত; নেক্সজোন ইভ্যানচারের জিএম মো. মুশতাক তাহমিদ; স্মার্ট কালেকশন বিডি ডটকমের সিইও শান্তা নাহার; নিঝুম আইসিটি লিমিটেডের এমডি আমজাদ হোসেইন; হোয়াইট মার্কের সিইও আসিফ রাইহান; বিডি এক্সক্লুসিভের সিইও মোহাম্মদ ইসমাইল হুসাইন

অনলাইন মার্কেটিং সার্ভিসের ফাউন্ডার মো. মাহাদী হাসান; ব্র্যান্ড বুকের সিইও ইঞ্জি. রাহুল করিম; ই-ফার্মারস বাংলাদেশ লিমিটেডের এমডি জাহিদুজ্জামান সাইদ; ওয়ান মল লিমিটেডের এমডি সাইফুল রহমান; বাটারফ্লাই মাট্রিমনিয়াল লিমিটেডের ফাউন্ডার হুরাইরা শিশির; ফার্নিকমের ফাউন্ডার মইনুল হোসেইন; পেমিক্স লিমিটেডের পরিচালক মো. শাহীন আলম; আরটিএস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জীশান কিংশুক হক; খোলাবাজার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জি এম ফারুক হোসেন

রুপা বুটিক হাউসের কর্ণধার রুমানা আহমেদ; রিবানার ফাউন্ডার মো. ওয়াহিদুজ্জামান; সোসিয়ান লিমিটেডের এমডি তানভির হাসান সৌরভ; ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন; ই-কমার্স ইনফোটেকের খালিদ সাইফুল্লাহ; সনি করপোরেশনের কর্ণধার মো. হাবিবুর রহমান; অ্যাজুরে ক্যুজিনের সিইও মোসাম্মত জান্নাতুল হক; এ অ্যান্ড ই কনসাল্টিং হাউসের পার্টনার মো. একরামুল ইসলাম; পারভিন বিডির সিইও ইশরাত জামান

টেলকোভ্যালির কর্ণধার মো. রাশেদুল ইসলাম; ইনসেপশন টেকনোলজিস লিমিটেডের এমডি মোহাম্মদ এমরান; ব্রাইট অর্গানিক অ্যাগ্রো প্রসেসিংয়ের কর্ণধার মো. নাশিরুল ইসলাম; সানসাইন গ্লোবাল প্রা. লিমেটেডের এমডি মো. শরিফুল ইসলাম; জেএস কনজ্যুমার অ্যান্ড নিউট্রিকেয়ার লিমিটেডের এমডি মো. জসিম উদ্দিন; গ্লোবাল ট্যুর বিডির সিইও মো. সোহেল; আকাফ পাঞ্জাবির এমডি শাহিন আহমেদ; লন্ডন বাজার বিডির সিইও আবদুস সালাম এবং ডিজিটাল কনসাল্টিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের সিইও মো. আবু তাহের।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার গত ১৩ আগস্ট পদত্যাগ করেন। এর কয়েকদিন পর পুরো পরিচালনা পর্ষদই পদত্যাগ করে। গত বছর ১০ সেপ্টেম্বর এই সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *