দ্রুত গতির মাল্টিটাস্কিং সুবিধা দিচ্ছে ভিভো এক্স২০০
সহজ ও দ্রুত গতির মাল্টিটাস্কিং সুবিধা ভিভো এক্স২০০ স্মার্টফোনে। ভিভোর ফ্ল্যাগশিপ এক্স সিরিজের নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০। মিডিয়াটেকের ৩এনএম ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দিয়ে পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছে দ্রুতগতি, সহজ মাল্টিটাস্কিং এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির এই ডিভাইস।
ডাইমেনসিটি ৯৪০০-এর শক্তি ও দক্ষতা ভিভো এক্স২০০-এর প্রতিটি কার্যক্রমে দৃশ্যমান। স্মার্টফোন প্রযুক্তির শক্তিশালী এই চিপসেটটি ভিভো এক্স২০০-কে অন্য সব ডিভাইস থেকে আলাদা করে তুলেছে। ফলে এটি ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং, ভিডিও স্ট্রিমিং, লাইভ শেয়ারিংয়ে সহজ এবং ঝামেলাহীন অভিজ্ঞতা দিচ্ছে।
ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটের আরেকটি বড় সুবিধা হলো এর দারুণ পাওয়ার ইফিসিয়েন্সি। এটি ২য় প্রজন্মের টিএসএমসি ৩এনএম প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। দীর্ঘ সময়ের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সময়েও ডিভাইসটি দ্রুত গরম হয় না। ফলে ফোনটির ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী থাকে।
ভিভো এক্স২০০-এর অত্যাধুনিক চিপসেট প্রযুক্তি এর জিপিইউ ও এআই ক্ষমতাকে আরও উন্নত করেছে। এই চিপসেটের সিপিইউ পারফরম্যান্স আগের চেয়ে ২৮% উন্নত। এছাড়া, এনপিইউ ৮৯০ এআই প্রসেসর পূর্বের তুলনায় ৩৫% কম শক্তি খরচে দ্রুত এবং কার্যকরী এআই পারফরম্যান্স নিশ্চিত করছে।
এ ছাড়াও ভিভো এক্স২০০-তে রয়েছে জাইস-এর সহযোগিতায় নির্মিত ৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরা। যা দিয়ে পেশাদার মানের ফটোগ্রাফি করা যাচ্ছে। সাথে এর ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো কঠিন ঠান্ডায়ও নিজের কর্মক্ষমতা ধরে রাখছে। এর নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেমে রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট এবং এআই ইরেজের মতো স্মার্ট ফিচার।
প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইনে নতুনত্ব আনা ভিভো এক্স২০০ পাওয়া যাচ্ছে ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক-এই দুটি রঙে। এর মূল্য ১,৩৯,৯৯৯ টাকা। স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন এয়ারবাডস। এ ছাড়াও পাচ্ছেন ১৫,০০০ টাকার রিরো প্যাকেজ অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।