সাম্প্রতিক সংবাদ

ইসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা

ক.বি.ডেস্ক: আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৯১৩ জন। ইসিএস ভোটাররা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইসি নির্বাচনে ১১ সদস্যের নতুন কমিটি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বেছে নিবেন। এবারের নির্বাচনে ১১টি ইসি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন অনেক অভিজ্ঞ, সাবেক ও বর্তমান ইসি সদস্য এবং নবীন। নির্বাচন কমিশনেও আছেন বিজ্ঞজন।

২৮ ডিসেম্বর শনিবার বিরতিহীনভাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিসিএস ইনোভেশন সেন্টারে। ভোট গননা এবং নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করা হবে একই দিনে। নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার ওপর শুনানী, নিষ্পত্তি এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা ২৯ ডিসেম্বর রবিবার, বেলা ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত।

ভোটারদের ভোট দানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার লক্ষে নির্বাচন বোর্ড ভোটার আইডি কার্ডের ব্যবস্থা করেছে। এই ভোটার আইডি কার্ড ছাড়া কোনো ভোটার ভোট প্রদান করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন বোর্ড। আগামী রবিবার (২২ ডিসেম্বর) বিকাল থেকে নির্বাচন অফিস (ইসিএস এর প্রধান কার্যালয়-৯৫ নিউ এলিফ্যান্ট রোড) ভোটার আইডি সংগ্রহ করা যাবে। কোনো ব্যক্তি বা প্রতিনিধির মাধ্যমে এই কার্ড সংগ্রহ করা যাবে না, যিনি ভোটার হয়েছেন শুধুমাত্র তিনি সরাসরি এসে স্বাক্ষর করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন বোর্ড।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডিতে অবস্থিত বিসিএস ইনোভেশন সেন্টারে ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের ইসি নির্বাচন প্রাক্কালে প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে প্রার্থী পরিচিতি সভার অয়োজন করে নির্বাচন বোর্ড। প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলি শামিম, নির্বাচন বোর্ডের সদস্য এম এস ওয়ালীউল্লাহ এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান সদস্য গাজী তারেক বিন মনসুর (লিংকু)।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস’র সাবেক পরিচালক মো. শাহীদ উল মুনির, ইসিএস’র সাবেক সভাপতি মো. আমির হোসেন, ইসিএস’র বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক শেখ মাঈন উদ্দিন মজুমদার সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ইসি সদস্য মো. তানজিল, মোনার্ক ভিশনের কর্ণধার মো. ফারুক আহমেদ, জাসটেক সলিউশনের কর্ণধার চৌধুরি আবু তুহিন, মাল্টি মিডিয়া কিংডমের সিইও মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল সহ ইসিএস এর ভোটার ও সদস্যবৃন্দ।

ইসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভার শুরুতেই বাংলাদেশের আইসিটি খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামাল এর মৃত্যুতে রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। বিসিএস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বেসিস এর দ্বিতীয় সাবেক সভাপতি এস এম কামাল দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এস এম কামাল আইসিটি খাতের একজন প্রিয় অভিভাবক ছিলেন।

এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। বাকি ৮টি ইসি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দিতায় যারা নির্বাচিত হচ্ছেন – সভাপতি পদে ল্যান্ড মার্ক কমপিউটার্সের সত্বাধিকারি মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি পদে ওয়েলকিন কমপিটার্সের সত্বাধিকারি মো. নজরুল ইসলাম হাজারী এবং কোষাধ্যক্ষ পদে কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের সত্বাধিকারি নাসির আহমেদ। উল্লেখ্য, ২৯ ডিসেম্বর নির্বাচন বোর্ড চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন।

সাধারণ সম্পাদক: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- মারভেলাস কমপিউটারের মোহাম্মদ নোমান সিকদার, ন্যানো টেকনোলজির এ কে এম মিজানুর রহমান পলাশ এবং জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন।

যুগ্ম সাধারণ সম্পাদক: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- ইউনিভার্সেল কমপিউটার বিডির মো. আনিসুর রহমান (শিপন) এবং কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন।

আইটি সম্পাদক: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- জে আর এস কমপিউটার সিস্টেমের মো. শফিক ইসলাম এবং প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন।

জনসংযোগ সম্পাদক: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- বাংলা কমপিউটারের মো. আব্দুল কাদির এবং ইসলামিয়া কমপিউটার টেকনোলজির শাহাদাত হোসেইন রায়হান।

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- সেফ কমপিউটার্সের মো. ফিরোজ খান এবং আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি।

৩টি নির্বাহী সদস্য: প্রতিদ্বন্দি প্রার্থী যারা- হাই টেক টেকনোলজি বিডির মো. ফিরোজ আলম, এ কে কমপিউটারের মো. আরশাদ খান, সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির, ফেমাস ভিশন লিমিটেডের মো. নুরুল আবছার, মাস্টার কমপিউটারের কবির হোসেইন, ফ্রেন্ডস ল্যাপটপ সলিউশনের মো. শিশির আহমেদ এবং এভারগ্রিন টেকনোলজির মো. আনিসুর রহমান।

প্রতিদ্বন্দিতা যতই থাকুক, নির্বাচন উপলক্ষে ইসিএস এর সদস্য এবং ভোটারদের মধ্যে একটি উতসব উতসব ভাব বজায় থাকে। এই নির্বাচন যেন এক মহামিলন মেলায় পরিনত হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করবে ইসিএস এর  ৯১৩ জন ভোটাররা, যারা আগামী দুই বছর ইসিএসকে এক নতুন পথে নিয়ে যাবে। নির্বাচনে সারা দিনই থাকবে উতসবমুখর পরিবেশ এমনটাই প্রত্যাশা সকলের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *