সাম্প্রতিক সংবাদ

ডিআইইউ’র ১০৯ জন শিক্ষার্থী পেল ডিন’স অ্যাওয়ার্ড

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক, কো-কারিকুলার, এক্সট্রা কারিকুলার পারফরম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করেছে। ডিআইইউ’র ৫টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের মোট ১০৯ জন শিক্ষার্থীকে এ বছর ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডিন’স অ্যাওয়াড বিজযীরা হলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ৪৭ জন; ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ১৫ জন; প্রকৌশল অনুষদের ১৬ জন; জীবন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ২০ জন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে নিজেদের ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডিন’স অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ডিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড.এস এম মাহাবুবুল হক মজুমদার। সভাপতিত্ব করেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এম আমিনুল ইসলাম বলেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে । এ শিক্ষা কমিশন দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন লোকদের নিয়ে গঠন করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহনের ওপর জোড় দেন এবং শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব পরবর্তী আই ই খাতের উপযোগী হয়ে গড়ে ওঠার আহবান জানান তিনি।”

প্রফেসর ড.এম লুৎফর রহমান বলেন, “বর্তমান সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অনুষদের বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশ ও সমাজের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রেখেছে। আমরা আশা করি শিক্ষার্থীরা আরও ভালো মানবিক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় আপনাকে পুরস্কৃত করার সময় শুধু আপনার একাডেমিক গুণাবলীই নয়, আপনার দৃষ্টিভঙ্গি, আচরণ, মানবিক নৈতিকতা, সহপাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের স্বীকৃতি দিয়েছে। আগামী দিনেও বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *