ডিআইইউ’র আরও ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
ক.বি.ডেস্ক: ক্রমবর্ধমান আইসিটি খাতের সঙ্গে তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে তুলতে ‘প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ল্যাপটপ’ প্রকল্পের অংশ হিসেবে আরও ৪ হাজার শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আইসিটির ক্রমবিকাশমান ধারার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগীতামূলক চাকরি বাজারে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি ২০১০ সাল থেকে শুরু করে। এখন পর্যন্ত ডিআইইউ তার শিক্ষার্থীদের মাঝে ৬৩ হাজারেরও বেশি ল্যাপটপ বিতরণ করেছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে নিজেদের ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ল্যাপটপ বিতরণ কর্মসূচী শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. নাদির বিন আলী।
এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও আধুনিক বিশ্বের সব সুবিধা গ্রহণের ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনবে বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পাশাপাশি এই ল্যাপটপ ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হয়ে ওঠবে বলে মনে করেনঅতিথিরা।
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ডিআইইউ’র এই উদ্যোগ একটি প্রজন্মকে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করার অসাধারণ পদক্ষেপ। শিক্ষার্থীদের প্রযুক্তি দিয়ে ক্ষমতায়ন করার মাধ্যমে শিখন পদ্ধতির উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সাহায্য করবে। বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার সময় এসেছে। বর্তমানের ইউজিসি’র সদস্যরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
ড. এম. লুৎফর রহমান বলেন, “বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থায় ল্যাপটপের মতো প্রযুক্তির ব্যবহার খুবই সাধারণ ব্যাপার হয়ে ওঠেছে। এই যন্ত্র ছাড়া নিজেকে গতানুগতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখাই মুশকিল, তা ছাড়া বিশ্বমঞ্চেও নিজেকে প্রমাণের জন্য এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই ল্যাপটপটি একজন শিক্ষার্থীর ব্যবহারের জন্য যথেষ্টই মানসম্পন্ন। তবে খেয়াল রাখতে হবে, এর অপব্যবহার যাতে না হয়।”