সাম্প্রতিক সংবাদ

সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমি’র সিইও এনায়েতুর রহমান

ক.বি.ডেস্ক: বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন উল্কাসেমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এনায়েতুর রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি) ২০২৪-পুরস্কারে ভূষিত হন তিনি।

বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে, প্রবাসী ও অনাবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি)’ নীতিমালা, ২০১৮ অনুযায়ী সিআইপি (এনআরবি) নির্বাচন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘আন্তর্জাতিক অধিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল উল্কাসেমি’র সিইও মোহাম্মদ এনায়েতুর রহমানের হাতে ‘সিআইপি (এনআরবি) ২০২৪’ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী সরকার ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বর্তমান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের এই প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশের সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। এতে রয়েছে বাংলাদেশী দক্ষ ইঞ্জিনিয়ারদের শক্তিশালী দল। ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে মাল্টি বিলিয়ন ডলারের বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠানটি। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী ৬ বছরের মধ্যে ৫ হাজার প্রকৌশলীর কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছে তারা।

উল্কাসেমি প্রাইভেট লিমিটেড একটি সেমিকন্ডাক্টর ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোম্পানি, যার প্রধান অফিস সিলিকন ভ্যালি, ইউএসএ-তে এবং বাংলাদেশের প্রধান কার্যক্রম রয়েছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত, এই কোম্পানি আইসি ডিজাইন, পিএনআর, ভেরিফিকেশন এবং কাস্টম লেআউট কাজের ক্ষেত্রে বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদান করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *