অন্যান্য সার্ভিসিং

ট্রাবলশুট’র ওয়েবসাইট ও অ্যাপ উন্মোচন

ক.বি.ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে ট্রাবলশুট লিমিটেড। প্রযুক্তি সেবায় নতুন যুগের সূচনায় ‘ট্রাবলশুট ইজ অন, প্রবলেম ইজ গন’ স্লোগানে প্রতিষ্ঠানটির নতুন ওয়েবসাইট (www.troubleshoot.com.bd) এবং অ্যান্ড্রয়েড অ্যাপের উন্মোচন করা হয়। এই প্ল্যাটফর্ম প্রযুক্তি সেবায় একটি বড় পরিবর্তন আনবে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র উদ্যোক্তারা এখানে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি করতে পারবেন।

ট্রাবলশুট লিমিটেড একটি অন-ডিমান্ড আইটি সার্ভিস মার্কেটপ্লেস, যা গ্রাহকদের জন্য হার্ডওয়্যার সার্ভিস, নেটওয়ার্কিং, সফটওয়ার, ক্লাউড সার্ভিস, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।

গত রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে ট্রাবলশুট’র ওয়েবসাইট ও অ্যাপ উন্মোচন করেন ট্রাবলশুট লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল হাকিম, সিএফও মিঠুন চন্দ্র দে। এ ছাড়া অনলাইনে আমেরিকা থেকে যুক্ত হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামজা বিন হাকিম।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুল হাকিম বলেন, “আমাদের লক্ষ্য প্রযুক্তি সেবা মানুষের কাছে সহজলভ্য করা এবং দেশের তরুণ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কাজের সুযোগ তৈরি করা।”

অনুষ্ঠানে অ্যাপ এবং ওয়েবসাইটের ডেমো প্রদর্শন করা হয়। সেখানে দেখানো হয়, কীভাবে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় সেবা খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো বুকিং দিতে পারবেন। এই উদ্যোগকে দেশের প্রযুক্তি খাতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাবলশুট লিমিটেডের বিশ্বাস, এই প্ল্যাটফর্ম দেশের প্রযুক্তি নির্ভর সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *