শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ডিআইইউ’তে আলোচনা সভা
ক.বি.ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে বিজয়ের ঊষালগ্নে পাকি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা পরিকল্পিতভাবে নিহত নেতৃস্থানীয় বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) ডিআইইউ’র ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডীন, প্রফেসর ড. মো. বেলাল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম আর কবীর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. এম লুৎফর রহমান বলেন, “শহীদ বুদ্ধিজীবী দিবসটি দেশের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক দিন হিসেবে চিহ্নিত যখন প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও শিল্পী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে রাজধানী ঢাকার তাদের বাসা-বাড়ী থেকে অন্ধভাবে টেনে হেচঁরে নিয়ে যাওয়া হয়েছিল ও ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল। এই উজ্জ্বল ব্যক্তিরা ছিলেন বাঙালিদের জন্য পথপ্রদর্শক এবং পাকিস্তানি শাসকদের বৈষম্য ও দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন এবং এইভাবে আত্মাহুতির মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন।”