সাম্প্রতিক সংবাদ

এআই’র সাহায্যে করা ভোটার তালিকা দ্রুত ও নির্ভুল হবে: আব্দুল মঈন খান

ক.বি.ডেস্ক: বিএনপির নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির আহবায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. আব্দুল মঈন খান এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ।

ড. আব্দুল মঈন খান বলেন, “আসলে সত্যিকার অর্থে সঠিক ভোটার তালিকা আমরা দেখতে চাই। তাহলে কিন্তু বাড়ি বাড়ি যাওয়া নয়, আমরা আপগ্রেড চাই, এজন্য কমপিউটার এআই ব্যবহার করতে পারি। আজকে কিন্তু কমপিউটারকে বলে দিলে সে নিজেই করে দিতে পারে, সেটি এ্যাবসুলেটলি একুরেট হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বাড়ি যাওয়া এটা অত্যন্ত সময়সাপেক্ষ, অপ্রয়োজনীয় এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যিনি মারা গেছেন তার নামটা অটোমেটিক্যালি বাদ চলে যাবে। এ বিষয় (ভোটার তালিকা) আমরা সংস্কার প্রস্তাবে স্পষ্ট করেছি, এটা আপগ্রেড হবে।”

সংবাদ সম্মেলনে আবদুল মঈন খান নির্বাচনী পরিচালনায় কিছু বিধিমালা সংশোধন, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা ও রাজনৈতিক দলের নিবন্ধনের নীতিমালা সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা আপগ্রেড করা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যমের নির্বাচনী আচরণ বিধিমালাসহ ১০ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এই সংস্কার প্রস্তাবসমূহ বিএনপি সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনের কাছে দেয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *