সফটওয়্যার

বেসিস’র ১১ জন সদস্যের সমন্বয়ে সহায়ক কমিটি গঠন

ক.বি.ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেসিসের ১১ জন সদস্যের সমন্বয়ে একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (৮ ডিসেম্বর) বেসিস-এর সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

বেসিস ১১ জন সদস্যের সহায়ক কমিটিতে রয়েছেন- উল্কাসেমি প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান; ডিএনএস সফটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির; নিউরোসফট টেকনোলজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান; ইনফোব্যান রিয়েল্ম আইটি সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা; ড্রিম টেক এর প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী;

ই-বিজনেস সফট সলিউশন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সাহাদাত; সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম; টেকসল টেকনোলজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল জেমস; টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস পরাগ; ম্যাটিওরস ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাইন বিল্লাহ এবং এইচ আর সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রোকমুনুর জামান রনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *