মোবাইল স্মার্টফোন

এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট

ক.বি.ডেস্ক: আল্ট্রা স্টাইলিশ ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ও এআই ক্যামেরা ফিচার নিয়ে সাড়া ফেলেছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইট। এতে রয়েছে অরা লাইট পোর্ট্রেইট ও এআই ফিচার সমৃদ্ধ ক্যামেরা। স্মার্টফোনটির এ বছরের শেষ ফার্স্ট সেল পর্ব চলছে। হাই-টেক লুক ও স্লিম ডিজাইনের ডিভাইসটি টাইটানিয়াম সিলভার এবং এমারেল্ড গ্রিন কালারে পাওয়া যাচ্ছে।

ভিভো ভি৪০ লাইট
স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫। ড্রপ টেস্ট স্কোর ৩২ হাজার হওয়ায় হাত থেকে পড়ে গেলেও বেশ নিশ্চিন্তে থাকা যাবে। ভলিউম বাটনটি প্রেস টেস্ট স্কোর দেড় লাখ, পাওয়ার বাটন প্রেস টেস্ট স্কোর পাঁচ লাখ। এমনকি এক্সট্রিম এনভায়রনমেন্ট টেস্টেও ভালো পারফরমেন্স করেছে স্মার্টফোনটি।

স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল অডিও স্পিকারের সঙ্গে ৩০০ শতাংশ অডিও বুস্টার। ডিভাইসটিতে আছে মেটালিক হাই-গ্লস ফ্রেম ও স্মুদ ফিনিশ। ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পাওয়ার-আপ করবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিকে। রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা।

স্মার্টফোনটির ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পেছনে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। এর আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রযুক্তি ধুলো ও পানি থেকে ডিভাইসকে রাখে সুরক্ষিত।

স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে- ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ৩১,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *