উদ্যোগ

খুলনায় ওয়ালটনের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার

ক.বি.ডেস্ক: দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় যাত্রা করে ওয়ালটন কমপিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কমপিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কমপিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ওয়ালটনের সকল ধরনের কমপিউটার পণ্য ক্রয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন। পাবেন সার্ভিস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা।

সম্প্রতি (১১ নভেম্বর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালটন কমপিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। পাশাপাশি খুলনার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় কমপিউটার ডিলার ও কর্পোরেট গ্রাহকদের জন্য ডিলার মিট। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে আগত কমপিউটার পণ্যের ডিলারগণ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, ওয়ালটন কমপিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ প্রমুখ।

এ প্রসঙ্গে লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশকীয় হয়ে ওঠেছে। দেশের প্রতিটি প্রান্তে আরও সহজেই ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের কমপিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয় এবং এ সংক্রান্ত সেবা পেতে পারেন সেজন্যই গুরুত্বপূর্ণ শহরগুলোতে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সরদার মনিরুল ইসলাম বলেন, খুলনাবাসীর জন্য এটি একটি আনন্দের সংবাদ। এ উদ্যেগের ফলে এই অঞ্চলের আইটি পণ্যের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ক্রেতারাও আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *