সাম্প্রতিক সংবাদ

ই-সাইন এর মাধ্যমে ই-সেবার তথ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব

ক.বি.ডেস্ক: ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব। অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশনসমূহ হুমকির সম্মুখীন হতে পারে।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের এলামস কর্মসূচি কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন)’ বিষয়ক এক কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এসব কথা বলেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল প্রমুখ।

এ এস এম সালেহ আহমেদ বলেন, “বিগত সরকারের সময় জাতীয় পরিচয় পত্রের তথ্য বেহাত হয়েছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়টি নাগরিকদের জন্য বিরাট হুমকি। পৃথিবীতে যত তথ্য প্রযুক্তির জ্ঞানের পরিধি বাড়ছে, একটি শ্রেণি তত ফাঁক-ফোকর দিয়ে জালিয়াতি করে জননিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থার সহজ প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *