সফটওয়্যার

‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ স্থাপন

ক.বি.ডেস্ক: দেশের ডিজিটাল কমার্স এর অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে বেসিসকে বাণিজ্য মন্ত্রণালয় বেসিস ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডি) ডেস্ক স্থাপন ও পরিচালনার দায়িত্ব দিয়েছে। ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ হবে আবেদনকারীদের প্রাথমিক যোগাযোগের জায়গা, যেখান থেকে আবেদনকারীরা ডিবিআইডি আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে স্পষ্ট নির্দেশনা পাবেন।

বাণিজ্য মন্ত্রণালয় গত ১৪ অক্টোবর বেসিসকে আনুষ্ঠানিকভাবে এই ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ -এর কার্যপ্রক্রিয়ার অনুমোদন দেয়। এই ডেস্ক প্রতিষ্ঠার ফলে ডিবিআইডি নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে। পাশাপাশি, এখানে আবেদনপত্রগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করা হবে, যা ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিলের হার হ্রাস করবে।

বাংলাদেশের ডিজিটাল কমার্স ব্যবসা ও ই-কমার্স এর ব্যাপকতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই খাতে শৃঙ্খলা আনতে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিটি’ বা ডিবিআইডি পদ্ধতি চালু করে বাণিজ্য মন্ত্রণালয়।

ডিবিআইডি নিবন্ধনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যার লক্ষ্য বাংলাদেশের বিক্ষিপ্ত ব্যবসাগুলোকে একত্রিত করে ব্যবসার তাৎক্ষণিক নিবন্ধন, বৈধতা এবং যাচাইকরণ সম্পূর্ণ করা। ডিবিআইডির প্রয়োজনীয়তা ও এর সুবিধাগুলো সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতার অভাব এবং অন্যান্য কারণে বর্তমানে ডিবিআইডি প্রাপ্তির সফলতার হার মাত্র ১৪%।

এ প্রসঙ্গে বেসিস পরিচালক বিপ্লব ঘোষ রাহুল বলেন, ডিজিটাল ও এফ-কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে অ্যাক্সেস-টু-ফাইনান্সের আওতায় আনতে ট্রেড লাইসেন্স ছাড়াই শুধুমাত্র ডিবিআইডি ব্যবহার করে বিজনেস অ্যাকাউন্ট খোলার সুবিধার ফলে ৩ থেকে ৪ লাখ উদ্যোক্তা সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *