সাশ্রয়ী মূল্যে বাজারে এলো ইনফিনিক্স হট ৫০ প্রো
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ উন্মোচন করেছে। মোবাইল গেমার, মাল্টিটাস্কার এবং কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদার কথা মাথায় রেখে হট সিরিজের নতুন এই ফোনে এবার যুক্ত করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর।
ইনফিনিক্স হট ৫০ প্রো
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৭.৪ মিমি প্রিমিয়াম-স্লিম ডিজাইন। শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর দেয়া হয়েছে। ৬ ন্যানোমিটারের চিপসেটটি অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ দ্বারা পরিচালিত, যা সবকিছু দ্রুত এবং মসৃণভাবে চালাতে সক্ষম। ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে।
ইনফিনিক্স হট ৫০ প্রো বিশ্বের প্রথম ফোন, যা ৫ বছরের টিইউভি ফ্লুয়েন্সি রেটিং অর্জন করেছে। এতে ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। স্মার্টফোনটিতে আইপি ৫৪ রেটিং থাকায় বাইরের ধুলোবালি এবং বৃষ্টির মতো স্বল্পমাত্রার পানির স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেয়। ফটোপ্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ইনফিনিক্সের এআই ফিচারটি ছবি থেকে সহজেই অবজেক্ট মুছে ফেলা থেকে শুরু করে ডিভাইসের অপটিমাইজেশনসহ বিভিন্ন কার্যকরী সুবিধা দেয়। টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক- এই তিন রঙে বাজারে আসছে। ফোনটির বাজারমূল্য ১৮,৯৯৯ টাকা।