এআই প্রযুক্তির ‘এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ড’
ক.বি.ডেস্ক: এআই প্রযুক্তির এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ড বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। একজন হার্ডকোর গেমার, ওভারক্লকার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা যে কেউ চান তার কমপিউটারটি সহজ ও মসৃণভাবে ব্যবহার করার জন্য। তার জন্য প্রত্যেকের জন্য একটি করে মডেল রয়েছে। এআই’র জন্য প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজন সর্বাধুনিক প্রযুক্তির নতুন মাদারবোর্ড। আর প্রযুক্তিপ্রেমীদের সেই চাহিদা মেটাতেই এলো এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড।
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে উন্মোচন করা হলো ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ এর নতুন এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো কম্পিউটিং প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত এবং ব্যবহারকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। এই বোর্ডগুলোর কেন্দ্রস্থলে রয়েছে এমএসআই’র আল্ট্রা ইঞ্জিন মেমোরি ডিজাইন। মেমোরির গতির রেকর্ড ভাঙার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যা ৯৬০০ এমটি/এস পর্যন্ত পৌঁছাতে পারে।
এই মাদারবোর্ডগুলো উন্নত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে পেশাদার ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা উপহার দেবে। ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ সমর্থিত এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। রয়েছে ডিডিআর৫ র্যাম ডুয়াল চ্যানেল মেমোরি স্লট যা সর্বোচ্চ ৯২০০ মেগাহার্টজ (ওসি) পর্যন্ত সমর্থন করবে। সঙ্গে আছে লাইটিং ফাস্ট জেন ৫ পিসিআইই অ্যান্ড এম.২, এক্সএমপি ও মেমোরি বুস্ট, থান্ডারবোল্ড -৪, ২৪+২+১+১ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম, প্রিমিয়াম থারমাল সলিউশন, অডিও বুস্ট ৫ এইচডি, ওয়াইফাই ৭ এর মত আধুনিক সকল ফিচার।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউসিসি’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড উন্মোচন করে এমএসআই পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি। মাদারবোর্ডগুলো উন্মোচন করেন এমএসআই ইন্দো-প্যাসিফিক সেলস টিম ইনচার্জ উইন্টার লি, ইন্দো-প্যাসিফিক সেলস টিম কেভিন চাং, এমএসআই বাংলাদেশ প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার তৌহীদ হোসেন, বাংলাদেশ প্রোডাক্ট ম্যানেজার হুমায়ুন কবীর; ইউসিসি’র জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সেলস শাহিন মোল্লা, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট জয়নুস সালেকিন ফাহা্দ এবং অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজমেন্ট নুরুল আমিন ভুইয়া মিনার।
মাদারবোর্ডগুলো ইউসিসি এবং ইউসিসি অনুমদিত প্রযুক্তি পণ্য বিক্রয়কারি প্রতিষ্ঠানে পাওয়া যাবে। বিস্তারিত: www.ucc.com.bd অথবা ফোন: ০১৮৩৩৩৩১৬১০।