সাম্প্রতিক সংবাদ

টেলিটক’র জেন-জি প্যাকেজ

ক.বি.ডেস্ক: টেলিটক নিয়ে এলো আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফারে ‘জেন-জি’ প্যাকেজ। জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো এই প্যাকেজ।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ‘জেন-জি’ প্যাকেজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‘জেন-জি’ প্যাকেজটি ‘জেনারেশন জেড’ বা ‘জেন-জি’দের জন্য চালু করা হল। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর। ‘

জেন-জি’ প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবেন। এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা।

রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরী প্রার্থীদের জন্য ১২ মাসের জন্য সকল চাকরির ক্ষেত্রে প্রিমিয়াম সদস্যপদ পরিষেবায় ফ্রি সুবিধা। নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন।

এ ছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ ‘জেন-জি’ প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। ফিচার ফোন ব্যবহারকারিগণ USSD Code (*111#) এর মাধ্যমে এ সুবিধা পাবেন। বিস্তারিত: www.teletalk.com.bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *