সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে নিজস্ব অর্থায়নে এআই হাব করতে চায় কোরিয়া

ক.বি.ডেস্ক: ঢাকার কার‌ওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই হাব করতে চায় কোরিয়া। বাংলাদেশে অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া যৌথ ভাবে কাজ করতে আগ্রহী।

গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়া এম্বাসীর বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম এবং অ্যাকোটি গ্রুপের প্রধান নির্বাহী এড‌ওয়ার্ড কিম এ আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন। ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।”

স্যামসু কিম বলেন, “বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশী তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী। এর বাইরে ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্টের বিষয়েও অবহিত করেন।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *