সৌদি আরবে শুরু হলো ‘আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড’র প্রথম আসর
ক.বি.ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হলো পাঁচ দিনব্যাপী (৮-১২ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড’র প্রথম আসর। বিশ্বের ২৫টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এআই অলিম্পিয়াড চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে চলমান উৎসাহ-উদ্দীপনার পারদকে আরও এক ধাপ ওপরে তুলতেই সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড। অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে ৪ সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিটি প্রতিযোগী বৈজ্ঞানিক ও এআই সমস্যা সমাধানের চ্যালেঞ্জে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে।
এআই অলিম্পিয়াড হলো এআই নিয়ে প্রতিযোগিতার একটি প্ল্যাটফর্ম। যেমনটা গণিত অলিম্পিয়াড গণিত নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম। এআই নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরির পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের মাঝে এআই প্রতিভার লালন করা এবং এআই প্রযুক্তিতে দক্ষ হতে তাদেরকে উৎসাহিত করা।
প্রতিযোগীদের পাশাপাশি বিজ্ঞানী ও এআই গবেষকদেরও সমাবেশ ঘটবে এআই অলিম্পিয়াডে। এআই বোদ্ধাদের এই মিলনমেলায় একে অন্যের সঙ্গে আইডিয়া শেয়ার করা থেকে শুরু করে এআই নিয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ থাকবে সকলের জন্য। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে এআই খাতে সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও ওয়াকিবহাল থাকবেন অংশগ্রহণকারীরা।
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এর আয়োজক সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি। সহযোগীতায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অ্যান্ড এথিক্স এবং স্লোভেনিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।