সাম্প্রতিক সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে লেনোভো’র আয় বেড়েছে ২০ শতাংশ

ক.বি.ডেস্ক: চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় ২০ শতাংশ বেড়েছে। এর আগে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) এক জরিপে বলা হয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে লেনোভো ১ হাজার ৪১০ কোটি ডলার আয় করতে পারে। তবে কোম্পানিটির আয় বেড়ে ১ হাজার ৫৪০ কোটি ডলারে পৌঁছেছে। এ নিয়ে টানা তিন প্রান্তিকে আয় বাড়ল লেনোভো’র।

এলএসইজির জরিপে লেনোভো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২২ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার নিট আয় করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে তা পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এ সময় লেনোভো ২৪ কোটি ৩০ লাখ ডলার নিট আয় করেছে।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) থেকে ব্যক্তিগত কমপিউটারের (পিসি) বৈশ্বিক বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। জুনে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বব্যাপী পিসির আমদানি-রফতানির পরিমাণ ৩ শতাংশ বেড়ে ৬ কোটি ৪৯ লাখ ইউনিটে পৌঁছেছে। ২৩ শতাংশ হিস্যা নিয়ে কমপিউটার বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে লেনোভো।

পিসির বাইরে সম্প্রতি সফটওয়্যার ও অন্য পরিষেবাগুলোয় ব্যবসায়িক সম্প্রসারণ করছে লেনোভো। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস গ্রুপের আয় ৬৫ শতাংশ বেড়ে ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে সলিউশনস ও সার্ভিসেস গ্রুপের আয় ১০ শতাংশ বেড়ে ১৯০ কোটি ডলার হয়েছে। বর্তমানে লেনোভোর মোট আয়ের ৪৭ শতাংশ আসছে পিসিবহির্ভূত ব্যবসা থেকে।

বিশ্বব্যাপী এআই পিসির ধারণা জনপ্রিয় হচ্ছে। এ ধরনের কমপিউটারের এআই সফটওয়্যারের জন্য বিশেষভাবে তৈরি চিপসেট যুক্ত করা হয়। লেনোভো গত মে মাসে এআই পিসির দুটি মডেল প্রথমবারের মতো বাজারে এনেছে। এ বছরের শেষ নাগাদ লেনোভো যে পিসিগুলো সরবরাহ করবে তার ১০ শতাংশ হবে এআই পিসি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *