সাম্প্রতিক সংবাদ

মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি-সোমবার

ক.বি.ডেস্ক: আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে শুক্রবার বা শনিবার টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটবের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি দেখার পর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল বুধবার (২৪ জুলাই) বিটিআরসি’তে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান। সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ নিয়ন্ত্রণ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘‘এর আগে বুধবারই সারাদেশে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করে দেয়া হয়েছে। দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, তারা ধৈর্য্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন। সরকারের পাশে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যেভাবে মেনে চলেছেন তাতে দ্রুতই একটা বিশৃঙ্খল অবস্থা হতে সুশৃঙ্খল-স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসতে শুরু করেছি। আমরা প্রত্যাশা করি, সরকারের পক্ষ হতে আমাদের দেশের সকল জনগণ অত্যন্ত ধৈর্য্যেশীল-সহনশীল থাকবেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে সংবেদনশীল থাকবো। যাতে করে এই পরিস্থিতিটা আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি।’’

উল্লেখ্য, ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *